আসুন দেখে নিনি কিভাবে আপনি আপনার নিজস্ব ব্লগ তৈরী করবেন একদম ফ্রিতে

আসুন দেখে নিনি কিভাবে আপনি আপনার নিজস্ব ব্লগ তৈরী করবেন একদম ফ্রিতে

আসুন দেখে নিনি কিভাবে আপনি আপনার নিজস্ব ব্লগ তৈরী করবেন একদম ফ্রিতে
কেমন আছেন সবাই। সবাইকে শুভেচ্ছা । আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি নিজেই আপনার ব্লগ সাইট বানাতে পারবেন তাও আবার ফ্রি। আনেকেই এটার সমন্ধে জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য এই পোস্ট । তবে শুরু করা যাক
আমরা প্রায় আমাদের নিজেদের অনেক তথ্য এবং রিসোর্স সবার সাথে শেয়ার করতে চাই আর এর জন্য সবচেয়ে ভাল হচ্ছে যদি নিজের একটি ওয়েব সাইট বা ব্লগ সাইট থাকে, যেখানে আমার আমাদের তথ্য বা রিসোর্স গুলে রাখতে এবং প্রয়োজন মতে এডিটিং করতে পারবো। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি একটি ওয়েব সাইট বা ব্লগ সাইট বানানো অনেক যামেলার কাজ যার জন্য প্রয়োজন হচ্ছে ডোমিন, হোস্টিং, ডিজাইন ইত্যাদি। যার ফলে আমরা নিরুৎসাহিত হয়ে যায়। কিন্তু আর নয় ভাবনা এখন চাইলে আপনিও আপনার নিজের ব্লগ সাইট বানাতে পারবেন অনায়াশে। গুগুল আপনার জন্য সবকিছু ফ্রি তে করে দিচ্ছে। এছাড়াও যারা ব্লগ সাইটের মাধ্যমে অনলাইন থেকে টাকা আয় করার কথা ভাবছেন তারাও এর মাধ্যমে খুব সহজেই নিজের ব্লগ সাইট বানাতে পারবেন।
ব্লগিং এর জন্য ব্লগার.কম অনেক জনপ্রিয়। এটা গুগলের ফ্রি সেবা যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার নিজস্ব ব্লগ সাইট বানাতে পারবেন।
তারপরও নতুনরা যারা ব্লগারে ব্লগ কীভাবে খুলতে হয়  জানেন না, তবে আমার এই পেষ্ট থেকে আপনি সহজে দেখে নিতে পারেন কিভাবে ব্লগারে ব্লগ খুলতে হয়। ব্লগারে ফ্রি ব্লগের জন্য প্রথমে আপনাকে একটি জিমেইল একাউন্ট লাগবে।
আসুন যেনে নেই একজনের কেন ব্লগ দরকারঃ
১. যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য।
২. নিজের কোন রিসোর্স শেয়ার করার জন্য
৩. লেখার জ্ঞানের পরিধি ও  দক্ষতা বৃদ্ধির জন্য।
৪. নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
৫. সর্বোপরি  নিজের পরিচিতি জানানোর জন্য।
চলুন তবে শুরু করা যাক নিজের ব্লগ তৈরী করার নিয়মঃ
প্রথমে আপনার GMAIL  আকাউন্ট LOG IN করুন।
তারপর এই লিংকে যান- এখানে যান 
নিচে চিত্রে দেকানো গোলাকার অংশে মানে নতুন ব্লগ এ ক্লিক করুন।
তারপর নিচের মতো অপশন আসবে। সেখানে আপনার ব্লগের নাম, ঠিকানা (যে এড্রেসে অন্যরা আপনাকে ওয়েবে দেখতে পাবে অর্থাৎ ওয়েব এড্রেস) এবং আপনার টেম্পলেট পছন্দ করুন।
হয়ে গেল আপনার ব্লগারে একাউন্ট খোলা।
তারপর নিচের লাল গোল নির্দেশিত জায়গা গুলো থেকে আপনি নতুন পোস্ট করতে পারবেনএডিট করতেপারবেন, 

৩য় নাম্বার লাল অপশন থেকে ব্লগের সকল অপশন পাবেন অর্থাৎ এই অপশন থেকে আপনার ব্লগের সকল লে-আউট, টেম্পলেট, সেটিং বদলাতে পারবেন। নিচের ছবি থেকে
সব গুলো দেখুন।
সবশেষ ব্লগ দেখুন অপশনে ক্লিক করলে আপনার ব্লগ দেখতে পাবেন।
কারও  GMAIL  এ বাংলা না থাকলে, যেখানে অপশন গুলো বাংলাতে আছে, সেখানে ENGLISH অপশন শো করবে।
আজ এই পর্যন্ত। 
বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করুন বা আরও কোন জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করুন
ধন্যবাদ
আসুন দেখে নিনি কিভাবে আপনি আপনার নিজস্ব ব্লগ তৈরী করবেন একদম ফ্রিতে আসুন দেখে নিনি কিভাবে আপনি আপনার নিজস্ব ব্লগ তৈরী করবেন একদম ফ্রিতে Reviewed by Mamun IT Solution on May 12, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.