মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক বা MCN কি? কিভাবে সহজেই MCN এ কাজ করতে পারবেন?


মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক বা MCN কি?

মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক” শব্দটির সংক্ষিপ্ত রুপ হচ্ছে “এম.ছি.এন” (MCN). একে সার্চ ইঞ্জিনের ভাষায়ইউটিউব পার্টনারশিপ নেটওয়ার্ক” বলা হয়ে থাকে।
“মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক” বা “ইউটিউব পার্টনারশিপ নেটওয়ার্ক” এমন একটি প্রতিষ্ঠান যা কিনা ইউটিউব এর মত ভিডিও প্লাটফর্মের সাথে কাজ করে।
মুলত “মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক” বা “ইউটিউব পার্টনারশিপ নেটওয়ার্ক” গুলো সারা দুনিয়ার মাল্টিপল/একাধিক ইউটিউব চ্যানেলের সাথে অধিভুক্ত হয়ে কন্টেন্ট ক্রিয়েটর/ইউটিউব পাবলিশারদের নানাবিধ সহায়তা, পণ্য, ক্রস-প্রোমোশন, প্রোগ্রামিং, ফান্ডিং, পার্টনার ম্যানেজমেন্ট, ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট, মনিটাইজেশন/সেলস, অডিয়েঞ্চ ডেভেলপমেন্ট এর সহায়তা প্রস্তাব ও চ্যানেলের ভিডিও তে উচ্চ সি.পি.এম. বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে রাজস্বের শতকরা বিনিময় করে থাকে।
মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক বা MCN কি? কিভাবে সহজেই MCN এ কাজ করতে পারবেন?

কিভাবে সহজেই MCN এ কাজ করতে পারবেন?

১. চ্যানেলের ভিডিও এর থাম্বনেইল অন্যের ভিডিও থেকে কপিরাইট করা হলে।
২. একই প্রকার থাম্বনেইল একাধিক ভিডিও এর মধ্যে সংযুক্ত করলে।
৩. ভিডিও তে এডাল্ট বা কুরুচিপূর্ণ থাম্বনেইল থাকলে।
৪. অন্যের ভিডিও পারমিশন ছাড়াই নিজের বলে নিজের চ্যানেলে চালিয়ে দিলে।(এক কথায় অন্যের ভিডিও চুরিকরে নিজের চ্যানেলে চালানো যাবেনা)।
৫. চ্যানেলে কোন ধরনের এক বা একাধিক (কপিরাইট স্ট্রাইক’স, কন্টেন্ট আইডি ক্লেইম’স, কমিউনিটি গাইডলাইন’স) থাকলে।
৬. চ্যানেলের হোম পেজটিতে উক্ত চ্যানেলের ভিডিও ও তার প্লে-লিস্ট ধারাবাহিকভাবে সাজানো না থাকলে।
৭. চ্যানেলে মোট কতজন “সাবস্ক্রাইব” করেছে তার সংখ্যা হিডেন করে রাখলে।
৮. চ্যানেলের লোগো ও চ্যানেলের আর্ট না থাকলে।
৯. চ্যানেলের ভিডিও গুলোর মধ্যে কিছু ইউনিক কন্টেন্ট এর পাশাপাশি কিছু কপিরাইট কন্টেন্ট মিশ্রিতথাকলে।
১০. চ্যানেলের ভিডিও গুলোতে ভিউয়ারদের কমেন্ট করার অপশন বন্ধ করে রাখলে।
১১. চ্যানেলে সর্বশেষ মাসে সর্বনিম্ন ১০ জন সাবস্ক্রাইবার ও সর্বনিম্ন ১০০০ ভিউ সংখ্যা না থাকলে।
১২. চ্যানেলের হোম পেজের রাইট কর্নারে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ও ওয়েবসাইটের লিঙ্ক সংযুক্ত না থাকলে।
১৩.চ্যানেলের ভিডিও এডাল্ট বা কুরুচিপূর্ণ হলে।
১৪. চ্যানেলে অবৈধ ক্লিক কার্যকলাপের একটিভিটি থাকলে।
১৫. চ্যানেলের কোন ভিডিও এর মধ্যে “এডাল্ট বা কুরুচিপূর্ণ” ট্যাগ যেমনঃ “HOT”,”SEX”, ইত্যাদি ব্যবহার করলে।
১৬. চ্যানেলের “এবাউট” অংশে চ্যানেলটি কি ও কোন টপিক সম্পর্কিত তার বর্ণনা না থাকলে।
আশাকরি উপরের তথ্যগুলো আপনাদের কাজে লাগবে।
মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক বা MCN কি? কিভাবে সহজেই MCN এ কাজ করতে পারবেন? মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক বা MCN কি? কিভাবে সহজেই MCN এ কাজ করতে পারবেন? Reviewed by Mamun IT Solution on April 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.