ফোল্ডার হাইড/আনহাইড করা |
কম্পিউটারে ফোল্ডার হাইড করুন একদম সহজেই কোন সফটওয়্যার ছাড়া
কম্পিটারে ফোল্ডার হাইড এবং আনহাইডের জন্য অনেক উপায় আছে কিন্তু অনেকেই বিভিন্ন সফটওয়্যার ইউজ করে যা কম্পিউটারের জন্য ক্ষতিকর ও অনিরাপদ। আপনার ব্যক্তিগত ডেটা, ফটো / ভিডিও রক্ষার জন্য এসব ক্ষতিকর ও অনিরাপদ সফটওয়্যার ব্যবহার না করে বরং কমান্ড প্রম্পট (command prompt) ব্যবহার করে ফোল্ডার হাইড এবং আনহাইড করাই নিরাপদ।
কমান্ড প্রম্পট ব্যবহার করে ফোল্ডার হাইড এবং আনহাইড করতে নিচের ধাপগুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করুনঃধরেন আপনি আপনার D ড্রাইভের abc নামের একটি ফোল্ডারকে হাইড করবেন তাহলে যা করতে হবে তা হলঃ আপনি আপনার কম্পিঊটারের কমান্ড প্রমপট অন করুন [start মেনু থেকে/ windows key+r (রান-এ) গিয়ে cmd লিখে এন্টার চাপুন] উইন্ডোজ সেভেন, ভিস্তা ব্যবহারকারীরা স্টার্ট-এ গিয়ে cmd লিখে সার্চ দিলেও হবে। যে নতুন উইন্ডো আসবে সেখানে এখন আপনি লিখুন “attrib +s +h d:\abc” (কোটেশন ছাড়া লিখবেন) তারপর এন্টার প্রেস করুন, তারপর রিফ্রেশ করলে দেখবেন আপনার ঐ ফোল্ডারটি হাইড হয়ে যাবে এখন ঐ ফোল্ডারটি আবার পুনরায় ফেরত আনতে চাইলে কমান্ড প্রমপট-এ লিখুন “attrib –s –h d:\abc” (কোটেশন ছাড়া লিখবেন) এবং এন্টার প্রেস করুন। কেউ যদি ফোল্ডার অপসন থেকে show hidden file সেটিংস ইউজ ও করে তাও এই ফোল্ডারটি দেখা যাবে না। এই পদ্ধতিতে আপনি চাইলে কোন ফাইলও হাইড করতে পারবেন যেমন- abc নামক একটি ডকুমেন্ট ফাইলকে হাইড করার পদ্ধতি হবে এরকম- “attrib +s +h d:\abc.doc” (কোটেশন ছাড়া লিখবেন) আর ফাইলটি ফিরিয়ে আনার পদ্ধতি ঠিক ঐ আগের মতন ই শুধু “attrib -s -h d:\abc.doc” (কোটেশন ছাড়া লিখবেন) লিখে এন্টার করবেন ব্যস কাজ শেষ।
সতর্কতাঃ
এই পদ্ধতিতে আপনাকে ঐ ফাইল/ফোল্ডারটির নাম মনে রাখতে হবে অথবা কোথাও লিখে রাখতে হবে।
কম্পিউটারে ফোল্ডার হাইড করুন একদম সহজেই কোন সফটওয়্যার ছাড়া !!!
Reviewed by Mamun IT Solution
on
April 24, 2018
Rating:
No comments:
Post a Comment