এসইও ২ধরনের হয়।
- হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO)
- ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO)
হোয়াইট হ্যাট এসইও আবার ২ প্রকার।
- অনপেজ অপটিমাইজেশন
- অফপেজ অপটিমাইজেশন
হোয়াইট হ্যাট এসইওঃ
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর নিয়মনীতি না ভেঙ্গে যদি এসইও করা হয় তাহলে সেইটা হোয়াইট হ্যাট এসইও । হোয়াইট হ্যাট এসইও এর সবচেয়ে বড় নিয়ম হচ্ছে এখানে সার্চ ইঞ্জিনের এর তুলনায় সাইট এর কন্টেন্ট এবং অন্যান্য বিষয় এর উপর কাজ করতে হবে। হোয়াইট হ্যাট এসইও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এটি এমন ভাবে তৈরি করুন যা ভিজিটর এর জন্য উপকারি। সার্চ ইঞ্জিনের এর জন্য না। হোয়াইট হ্যাট এসইও এর আরেক নাম এথিকাল এসইও
ব্ল্যাক হ্যাট এসইওঃ
সার্চ ইঞ্জিনের নিয়মনীতি ভেঙ্গে যে এসইও করা হয় তাহলো ব্ল্যাক হ্যাট এসইও। এইটা আনএথিকাল উপায়। তাই এইটার আরেকনাম আনএথিকাল এসইও।
ব্ল্যাক হ্যাট এসইও এর মাধ্যমে কোন সাইট কখন লং টাইম ধরে টপ এসইও রাঙ্কিং এ থাকতে পারবে না। এইটা শর্ট টাইম এর জন্য সাইটকে এসইও রাঙ্কিং এ এগিয়ে রাখে। এইজন্য ব্ল্যাক হ্যাট এসইও করলে প্রতিনিয়ত নিজের সাইটকে নতুন নতুন এসইও করতে হয়।
হোয়াইট হ্যাট এসইও ২ প্রকার।
- অনপেজ অপটিমাইজেশন
- অফপেজ অপটিমাইজেশন
অনপেজ অপটিমাইজেশনঃ
একটা ওয়েবসাইট এর মধ্যে যেসকল অপটিমাইজেশন করা হয় সব অনপেজ অপটিমাইজেশন। একটা ওয়েবসাইট তৈরির সময় এর ভিতরে কিছু এসইও অপটিমাইজেশন এর কাজ করতে হয়। কারন এর মাধ্যমে সার্চ ইঞ্জিন আপনার সাইট খুজে পাবে। তাই একটা ওয়েবসাইট এর ভিতরে এসইও এর যা কিছু করা হয় সব অনপেজ অপটিমাইজেশন।
অফপেজ অপটিমাইজেশনঃ
ওয়েব সাইট এর বাইরে থেকে ওয়েবসাইট এর জন্য যেসকল কাজ করা হয় সেগুলা হচ্ছে অফপেজ অপটিমাইজেশন। একটা সাইট এর ট্রাফিক জত বেশি এর মূল্য সার্চ ইঞ্জিনের কাছে তত বেশি। এইটা অনেকটা মার্কেটিং এর মত। অর্থাৎ আপনার ওয়েবসাইট প্রচারের জন্য যেই মার্কেটিং করা হয় সেইতা হচ্ছে অফপেজ অপটিমাইজেশন।
অফপেজ অপটিমাইজেশন এর গুরুত্ব অনেক বেশি। এর মাধ্যমে আপনার সাইট এ প্রচুর ট্রাফিক বা ভিজিটর আনতে পারবেন। আর সাথে এটি সার্চ ইঞ্জিন এর রাঙ্কিং এ উপরে উঠতেও সাহায্য করবে।
অনপেজ অপটিমাইজেশন এর বিষয়বস্তুঃ
১। কি- ওয়ার্ড রিসার্চ
২। কনটেন্ট
৩। মেটা ট্যাগ এবং মেটা ডিস্ক্রিপশন
৪। গুগল সাইট ম্যাপ
৫। XML সাইট ম্যাপ
এগুলা হচ্ছে সবচেয়ে দরকারি জিনিস। এছারাও আরও কিছু আছে যেমন
৬। টাইটেলে ট্যাগের ব্যবহার
৭। ALT ট্যাগের ব্যবহার
৮। h1-h6 ট্যাগের ব্যবহার
অফপেজ অপটিমাইজেশন এর বিশয়বস্তুঃ
১। ব্যাক লিঙ্কিং
২। ফোরাম পোস্টিং
৩। সোশ্যাল বুকমারকিং
৪। ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং
৫। আর্টিকেল সাবমিশন
৬। আর্টিকেল রাইটিং
৭। অ্যাংকর টেক্সট
৮। ব্লগ কমেন্ট
৯। ভিডিও পোস্টিং
১০। ইমেজ পোস্টিং
১১। পিডিএফ সাবমিশন
১২। RSS সাবমিশন
১৩। Review Site সাবমিশন
১৪। Classified সাবমিশন
১৫। সার্চ ইঞ্জিন সাবমিশন
১৬। ডিরেক্টরি সাবমিশন
১৭। লিঙ্ক হুইল
১৮। লিঙ্ক এক্সচেন্জ
১৯। প্রোফাইল পোস্টিং
২০। CSS সাবমিশন
এসইও এর প্রকারভেদ
Reviewed by Mamun IT Solution
on
May 09, 2017
Rating:
No comments:
Post a Comment